About Us | Contact Us |

কাকে বলে টেকটনিক প্লেট, পৃথিবীর নীচে কী আছে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
কাকে বলে টেকটনিক প্লেট,  পৃথিবীর নীচে কী আছে?

ইচ্ছেপাঠ:  আমাদের পৃথিবীর ভূত্বকের একেবারে প্রথমেই রয়েছে লিথোস্ফিয়ার। পৃথিবীর আদিম কালের জ্বলন্ত গ্যাসপিন্ড শুকিয়ে শক্ত পাথরে পরিণত হয়। লিথোস্ফিয়ার মূলত এই পাথর দিয়েই তৈরি। কোথাও কোথাও লিথোস্ফিয়ার ১০০ কিলোমিটার পর্যন্ত পুরু। এই লিথোস্ফিয়ারই কয়েকটি টুকরোয় ভাগ হয়ে গেছে। এই টুকরোগুলিই টেকটনিক প্লেট। অনেক সময় শুধু প্লেট বা লিথোস্ফিয়ার প্লেটও বলা হয়। সাতটি, অনেকের মতে আটটি বড় প্লেট এবং বেশ কয়েকটি ছোট টেকটনিক প্লেটের উপরেই ভর করে রয়েছে সমুদ্র, পাহাড়, বাড়ি ঘর সমেত আমাদের পৃথিবী। টেকটনিক প্লেটের নিচে প্রায় ৩ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে থকথকে এক শিলার স্তর। তাকে বলা হয় ম্যান্টল। তারও নিচে রয়েছে লোহা, নিকেল, গ্যাস ও তরল। প্রাকৃতিক তেল, গ্যাস এই স্তর থেকেই তোলা হয়।