ইচ্ছেপাঠঃ কোথাও বেরাতে যাওযার আগে পোশাক নিয়ে চিন্তায় অনেকেরই রাতের ঘুম নষ্ট হয়। কি পোশাক নিয়ে যাব, কটা পোশাক নিয়ে যাব, পোশাকের রং কি হবে, এসব হাজারো চিন্তায় বেরানোর আনন্দও অনেকটা মাটি হয়ে যায়। আর পোশাক যত বাড়ে, ততই বাড়ে লাগেজের বহর।ফলে হালকা হয়ে আর বেরানো হয় না। এবার জাপান এয়ারলাইন্স ঘোষণা করেছে, বিমানে ভ্রমণ করুন কোন লাগেজ ছাড়াই। শুনে অনেকেরই চক্ষু ছানাবড়া হওযার দশা। হরেকরকম পোশাক না থাকলে আর বেরানোর রইল কি। ওখানেই তো অর্ধেক মজা শেষ। সেই সমস্যার সমাধানও করছে জাপান এয়ারলাইন্স। জাপান এয়ারলাইন্স নতুন এক কমর্সূচি নিয়েছে। এনি ওয়ার, এনি হোয়ের। কোন যাত্রী যদি লাগেজ না নিয়ে জাপান এয়ারলাইনে ভ্রমণ করে, তাহলে সেই যাত্রী গন্তব্যে পৌঁছনোর পর হোটেলে পছন্দসই পোশাক দিয়ে যাবে এয়াললাইনের কমীর্রাই। ভাড়ার বিনিময়ে মিলবে এইসব পোশাক। বেরানো হয়ে গেলে আবার হোটেলে পোশাক রেখেই ফিরে যাওয়া যাবে লাগেজশূন্য হয়ে। যে পোশাক দেবে এয়ারলাইন, তার ভাড়াও খুব বেশি নয়। প্রশ্ন উঠতে পারে, এরকম উদ্ভট খেয়াল কেন। আসলে সারা পৃথিবীই এখন পরিবেশ দূষণ নিয়ে চিন্তিত। লাগেজ কম থাকলে কম ওজন নিয়ে উড়তে পারবে বিমান, তার ফলে জ্বালানিও কম পুড়বে। এতে খরচও কমবে, আবার কাবর্ন ফুটপ্রিন্টও কমবে । বাইরে যাওয়ার আগে অনেকেই নতুন পোশাক কেনেন। পোশাক তৈরি করা মানেই কাবর্ন ফুটপ্রিন্ট বেড়ে যাওয়া। সেদিক দিয়েও দূষণ কমবে।