ইচ্ছেপাঠঃ জাপানের মেয়ে মোমিজি নিশিয়া মাত্র ১৩ বছর ৩৩০ দিন বয়সে সোনার পদক জিতেছেন টোকিয়ো ২০২০ অলিম্পিকে। কিন্তু মোমিজির থেকেও অল্প বয়সে অলিম্পিকে পদক জয়ের নজির আছে আমেরিকার মার্জোরি গেস্ট্রিনের। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে ১৩ বছর ২৬৮ দিনে সোনা জিতেছিলেন মার্জোরি। সবথেকে বেশি বয়সে অলিম্পিক পদক জয়ের নজির সুইডেনের অস্কার সোয়ানের। ১৯১২ সালে ৬৪ বছর ২৫৮ দিন বয়সে অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। ভারতের পিভি সিন্ধু ২০১৬ সালে রিও অলিম্পিকে মেয়েদের ব্যাডমিন্টনে রুপো জেতেন ২১ বছর বয়সে।ভারতের সবথেকে কম বয়সী অলিম্পিক পদক জয়ী সিন্ধুই। এর আগে এই নজির ছিল বক্সার বিজেন্দর সিংয়ের।