About Us | Contact Us |

৩০০ টুকরো হয়ে ফ্রান্স থেকে আমেরিকায় এসেছিল পৃথিবীর সবথেকে বিখ্যাত মূর্তি

লিখেছেন : ইচ্ছেপাঠ
৩০০ টুকরো হয়ে ফ্রান্স থেকে আমেরিকায় এসেছিল পৃথিবীর সবথেকে বিখ্যাত মূর্তি

ইচ্ছেপাঠঃ আমেরিকার স্বাধীনতার প্রতীক হিসেবে ফ্রান্সের নাগরিকরা আমেরিকান নাগরিকদের উপহার দেন স্ট্যাচু অফ লিবার্টি। এটিকে বলা হয় পৃথিবীর সবথেকে বিখ্যাত মূর্তি। স্ট্যাচু অফ লিবার্টি ১৫১ ফুট লম্বা। আর যে বেদীর উপর এটি দাঁড়িয়ে আছে সেটি ১৫৪ ফুট লম্বা। মূর্তির ডান হাতের দৈর্ঘ্য ৪২ ফুটের বেশি। তর্জমার দৈর্ঘ্য ৮ ফুটের বেশি। ১৮৮৫ সালে টুকরো টুকরো হয়ে জাহাজে আটলান্টিক পার হয়ে ফ্রান্স থেকে আমেরিকায় আসে পৃথিবীর সবথেকে বিখ্যাত স্ট্যাচু। সে সময় গোটা স্ট্যাচু ৩০০ টুকরো করা ছিল। আমেরিকায় নিয়ে আসার পর টুকরোগুলো জোড়া দিয়ে তৈরি হয় সম্পূর্ণ মূর্তি। মূর্তি তৈরির অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল মশাল ধরা বিখ্যাত ডান হাত এবং মূর্তির মাথার অংশ।