About Us | Contact Us |

পয়সা নিয়ে অন্য দেশ থেকে জঞ্জাল নিয়ে আসে এই দেশ

লিখেছেন : ইচ্ছেপাঠ
পয়সা নিয়ে অন্য দেশ থেকে জঞ্জাল নিয়ে আসে এই দেশ

ইচ্ছেপাঠঃ পেট্রোল, ডিজেল, চাল, ডাল কত কিছুই তো আমদানি করতে হয় অন্য দেশ থেকে। কিন্তু তা বলে জঞ্জাল আমদানি! হ্যাঁ আমাদের এই পৃথিবীরই একটি দেশ এতটাই পরিষ্কার যে, সে দেশে কোন জঞ্জালই নেই। তাই কোনো গর্ত ভরাট বা অন্য কোনো কাজে প্রয়োজন পড়লে বিদেশ থেকে জঞ্জাল আমদানি করতে হয় তাদের। সুইডেনের প্রায় ১০০ শতাংশ জঞ্জালই পুনর্ব্যবহার করা হয়। ফলে রাবিশের প্রয়োজন হলে ইউরোপের অন্য দেশ থেকে তা আমদানি করতে হয় সুইডেনকে। তবে সবথেকে মজার কথা, চাল, ডাল, পেট্রোল বা  অন্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হলে তার দাম দিতে হয়। এক্ষেত্রে উল্টো। সুইডেন যে দেশ থেকে জঞ্জাল নেয়, তারাই উল্টে টাকা দেয় সুইডেনকে।