About Us | Contact Us |

ছেলেদের আগেই বিশ্বকাপ খেলেছে মেয়েরা

লিখেছেন : ইচ্ছেপাঠ
ছেলেদের আগেই বিশ্বকাপ খেলেছে মেয়েরা

ইচ্ছেপাঠঃ  বিশ্ব জুড়ে খেলাধূলার সব প্রতিযোগিতাই আগে শুরু হয়েছে ছেলেদের জন্যে। ব্যতিক্রম ক্রিকেট বিশ্বকাপ। ১৯৭৫ সালে ইংল্যান্ডে প্রথম ছেলেদের একদিনের ক্রিকেট  বিশ্বকাপ হয়। ছেলেদের বিশ্বকাপ শুরুর ২ বছর আগে ১৯৭৩ সালে মেয়েদের প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ইংল্যান্ডেই। এটাই ক্রিকেটের প্রথম বিশ্বকাপ। ৫০ ওভারের ম্যাচে মেয়েদের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। স্পনসরের অভাবে শুরুতে নিয়মিত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। তবে ২০০৫ সাল থেকে ছেলেদের মতোই প্রতি চার বছর অন্তর মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।ছেলেদের প্রথম বিশ্বকাপে এক একটা দল ৬০ ওভার করে ব্যাট করতে পারত। প্রথম বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর খেলা ৫০ ওভারের হয়। পরে ২০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটও শুরু হয়। তাকে বলা হয় টি২০ বিশ্বকাপ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত।