About Us | Contact Us |

কাকে বলে দিন, কেন হয় রাত?

লিখেছেন : ইচ্ছেপাঠ
কাকে বলে দিন, কেন হয় রাত?

ইচ্ছেপাঠঃ প্রতি ঘণ্টায় ১হাজার ৬৭৪ কিলোমিটার  নিরক্ষরেখা গতিতে পৃথিবী পাক খেয়ে চলেছে। যে গতিতে পৃথিবী নিজের কক্ষপথে ঘুরে চলেছে, এটাকে বলা হয় আহ্নিক গতি। এই পাক খাওয়ার সময় কোনো অঞ্চলের সামনে সূর্য থাকে, কোনো অঞ্চল আবার পিছন দিকে চলে যায়। যে অঞ্চলের সামনে সূর্য থাকে, সেখানে সূর্যের আলো এসে পড়ে। ওই সময়ে ওই অঞ্চলকে বলা হয় দিন। একটা নির্দিষ্ট সময় পর সূর্যের সামনে থাকা অঞ্চল উল্টো দিকে চলে যেতে থাকে। তখন সেই সময় ওখানে সূর্যের আলো পৌঁছয় না বলে অন্ধকার থাকে। ওই অঞ্চলের ওই সময়টিকে, তখন বলা হয় রাত। অর্থাৎ পৃথিবীর এক অঞ্চলে যখন দিন, অন্য অঞ্চলে তখন রাত। পাক খেতে খেতে আবার যখন কোনো অঞ্চল সূর্যের দিকে ফিরতে থাকে, তখন সূর্যের আভা এসে পড়ে, সেই সময়টি ভোর। উল্টো দিকে যাওয়ার সময় যখন সূর্যের আলো আর পৌঁছয় না, সে সময়টা গোধূলি।