About Us | Contact Us |

মানুষ দেখলেই মিঁয়াও, আসলে বেড়ালের ডাক অন্য

লিখেছেন : ইচ্ছেপাঠ
মানুষ দেখলেই মিঁয়াও, আসলে বেড়ালের ডাক অন্য

ইচ্ছেপাঠ বেড়াল শুধু মানুষ দেখলেই বা মানুষের সাড়াশব্দ পেলেই মিঁয়াও বলে ডাকে। ঐরকমভাবে ডেকে কখনও খাবার চায়, কখনও বা আদর খেতে চায়। পোষা বেড়াল মিঁয়াও করছে মানেই কিন্তু খাবার চাইছে, তা কিন্তু নয়। অনেক সময়েই আদর খাওয়া বা মানুষের সান্নিধ্যের জন্যেও মুখ দিয়ে আওয়াজ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় বেড়াল। তবে সঙ্গী বেড়াল অথবা অন্য কোন প্রাণী দেখলে বেড়াল মিঁয়াও আওয়াজ করে না। তাঁদের সঙ্গে কথা বলার জন্যে বেড়ালের আরও ৯৯রকম ডাক আছে। মানে বেড়াল ১০০ রকমভাবে ডাকতে পারে। বেড়ালের ঘ্রাণশক্তি কুকুরের থেকেও তীব্রমানুষের থেকে ১৪/ ১৫ গুন বেশি তীব্র বেড়ালের ঘ্রাণশক্তি