About Us | Contact Us |

ফুটবল খেলার জার্সির দাম ৬৮ কোটি টাকা!

লিখেছেন : ইচ্ছেপাঠ
ফুটবল খেলার জার্সির দাম ৬৮ কোটি টাকা!

ইচ্ছেপাঠঃ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর হবে নাই বা কেন? এ কোনও যে সে জার্সি নয়। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত হাত দিতে করা গোলের সময় যে জার্সি পরেছিলেন দিয়েগো মারাদোনা, সেটি নিলামে বিক্রি হয়েছে সর্বকালীন রেকর্ড দামে। ইংরেজদের দাবি ছিল  মাথা দিয়ে নয়, হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা। যে গোল সম্পর্কে মারাদোনা নিজেই বলেছিলেন ‘হ্যান্ড অব গড’।

 জার্সিটি  ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের শেষে হজের সঙ্গে জার্সি বদল করেছিলেন দিয়েগো। মারাদোনা  হজের কাছ থেকে জার্সিটি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল দু’দশক।  

২০২২-এর শুরুর দিকে ৫৯ বছরের হজ জার্সিটি বিক্রির সিদ্ধান্ত নেন। লন্ডনের একটি নিলাম সংস্থাকে মারাদোনার ওই জার্সিটি বিক্রির দায়িত্ব দেন তিনি। অনলাইন নিলামে বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সি  বিক্রি হয়েছে  ৭১ লক্ষ পাউন্ডের বেশি মূল্যে। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা। নিলামে ওঠা কোনও ক্রীড়া স্মারকের ক্ষত্রে এটি এখনও পর্যন্ত রেকর্ড মূল্য।