About Us | Contact Us |

লুপ্ত নগরী মিনোয়ানই কি গ্রিক রূপকথার লুপ্ত শহর আটলান্টিস?

লিখেছেন : ইচ্ছেপাঠ
লুপ্ত নগরী মিনোয়ানই কি গ্রিক রূপকথার লুপ্ত শহর আটলান্টিস?

ইচ্ছেপাঠঃ

ইচ্ছেপাঠঃ  গত ৪ হাজার বছরে পৃথিবীর অন্যতম বড় বিপর্যয় মিনোয়ান সভ্যতা ধ্বংস হয়ে যাওয়া। গ্রিক সভ্যতার যে কথা জানা যায়, তার একেবারে শুরুর পর্যায় ছিল ভূমধ্যসাগরে গ্রিস উপকূলে মিনোয়ানে। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব ৩ হাজার ৫০০ বছর আগেইব্রোঞ্জ যুগের একেবারে শুরুর পর্যায়ে গড়ে উঠেছিল মিনোয়ান সভ্যতা। গোটা মিনোয়ান সভ্যতাকে বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন বিশেষজ্ঞরা। মিনোয়ান সভ্যতার ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে বেশ কিছু অট্টালিকা মাপের বাড়ি। বাড়ির দেওয়ালের ফ্রেসকো খুবই উঁচুমানের। ধ্বংসাবশেষ থেকে অনুমান করা যায়, সমস্ত সুযোগ সুবিধা সহ একাধিক নগরী গড়ে উঠেছিল সেই সময়। সবথেকে বিখ্যাত এবং বড় নস নগরী। খ্রিস্টপূর্ব ১৭০০ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ শতাব্দীর মধ্যে কোন এক সময় নেমে আসে ভয়াবহ বিপর্যয়। আশঙ্কা করা হয়, সানতারিনোয় আগ্নেয়গিরি হঠাৎ করেই জেগে ওঠায় ভূমিকম্প হয়,বিপুল লাভার স্রোতে তলিয়ে যায় সভ্যতা। একাধিকবার আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল বলে তথ্য মিলছে। আগ্নেয়গিরি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে শুরু হয় সুনামিও। এরই ফলে নিশ্চিহ্ন হয়ে যায় গোটা সভ্যতা। বিংশ শতাব্দীতে তার ধ্বংসাবশেষ কিছু পরিমাণে উদ্ধার করা সম্ভব হয়। তার থেকেই পুরোটা অনুমান করে নিতে হয়। অনেকেই অনুমান করেন, লুপ্ত নগরী আটলান্টিসের যে কাহিনি চালু রয়েছে গ্রিক পুরানে, তা আসলে এই মিনোয়ান সভ্যতাই।