ইচ্ছেপাঠঃ টোকিয়ো ২০২০ অলিম্পিকে জ্যাভলিনে সোনার পদক জিতে হইচই ফেলে দিয়েছেন নীরজ চোপড়া। নীরজ চোপড়ার এই অভিনব কৃতিত্ব অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে ভারতের দ্বিতীয় সোনা এনে দিয়েছে। এর আগে বেজিং ২০০৮ অলিম্পিকে শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকের ইতিহাসে সেটাই ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জয়। ব্যাস! এই দুটো অসাধারণ কৃতিত্ব বাদ দিলে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে আর কোন ভারতীয় সোনা জিততে পারেননি।
এখন পর্যন্ত অলিম্পিকে দশটা সোনা পেয়েছে ভারত। এই দশটা সোনার মধ্যে আটটিই পেয়েছে ছেলেদের হকি দল। ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে প্রথম সোনা জেতে হকি দল। হকির যাদুকর ধ্যানচাঁদ একাই ১৪ গোল করেছিলেন। ১৯২৮ থেকে শুরু করে পরপর ছটি অলিম্পিকে ছেলেদের হকিতে চ্যাম্পিয়ন হয় ভারত। ১৯৬০ সালে রোম অলিম্পিকে প্রথমবার ব্যর্থ হয় ভারত। সোনা জেতে পাকিস্তান। এরপর ১৯৬৪ সালে টোকিও এবং ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে আবারও চ্যাম্পিয়ন হয় ভারত। ১৯৮০ সালের পর ভারতের হকি দল আর অলিম্পিকে সোনা পায়নি।