About Us | Contact Us |

পথ দুঘর্টনায় সবথেকে বেশি মৃত্যু ভারতেই

লিখেছেন : ইচ্ছেপাঠ
পথ দুঘর্টনায় সবথেকে বেশি মৃত্যু ভারতেই

ইচ্ছেপাঠঃ পরিবারের কেউ রাস্তায় থাকলে বাড়ির লোক সবসময়েই চিন্তা করেন। আবার কাছের লোক বাড়ি ফিরে এলে তাঁদের মুখে স্বস্তির হাসিও দেখা যায়। এই দুর্ভাবনা এবং স্বস্তির কারণ পথ দুঘর্টনা। পৃথিবীতে প্রতিদিনই অসংখ্য দুঘর্টনা হচ্ছে, দুঘর্টনায় মৃত্যুও হচ্ছে অনেকের। ভারতের মানুষের চিন্তাটা বোধহয় অন্য দেশের তুলনায় একটু বেশিই, কারণ পথ দুর্ঘটনায় সবথেকে বেশি মৃত্যু হয় ভারতেই। এই তথ্য সড়ক পরিবহণ মন্ত্রকের। মৃত্যুর সংখ্যায় শীর্ষে, আর দুঘর্টনায় জখমের তালিকায় ভারতের স্থান তৃতীয়। সড়ক পরিবহণ মন্ত্রকের হিসেবে বলছে, সারা পৃথিবীর মোট গাড়ির এক শতাংশ চলে ভারতের রাস্তায়, কিন্তু সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ১১ শতাংশই ঘটে ভারতের মাটিতে। প্রতি ঘণ্টায় ভারতে গড়ে ৫৩টা পথ দুর্ঘটনা হয় আর প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে এইসব দুর্ঘটনায়। ২০২১ সালে ভারতে ৪ লক্ষ ১২ হাজার ৪৩২টা পথ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সারা বছরে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৯৭২ জনের। আহত হয়েছেন ৩ লক্ষ ৮৪ হাজার ৪৪৮ জন। ২০২০ সালেও পথ দুর্ঘটনায় সবথেকে বেশি প্রাণ হানি হয়েছিল ভারতেই। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে  ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। রাজ্যগুলির মধ্যে দুর্ঘটনায় সবথেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন দিল্লিতে। এই কারণেই তো রাস্তায় বেরোলে চিন্তায় থাকেন পরিবারের সদস্যরা।