About Us | Contact Us |

বরফ জলে ভাসে, ডোবে না কেন?

লিখেছেন : ইচ্ছেপাঠ
বরফ জলে ভাসে, ডোবে না কেন?

ইচ্ছেপাঠঃ পদার্থ তরল বা বায়বীয় রূপ থেকে যখন কঠিনে রূপান্তরিত হয়, তখন সাধারণত পরমাণুগুলো একে অপরের কাছাকাছি চলে আসে, অর্থাৎ ঘন হয়। সে কারণেই অনেক কঠিন পদার্থ জলে ডুবে যায়। কিন্তু জলের কঠিন অবস্থা অর্থাৎ বরফ কিন্তু অন্যান্য কঠিন পদার্থের মতো ঘন নয়। মূলত সেই কারণেই বরফ জলে ভাসে।  

জলে একটা বস্তু কী করে ভাসে তার ব্যখ্যা দিয়েছিলেন গ্রিক বৈজ্ঞানিক আর্কিমিডিস। নিয়মটা হল যে, একটা বস্তুকে জলে ফেললে তার ওপর দুটো পরস্পর বিরুদ্ধ শক্তি কাজ করে। এক হল জিনিসটার নিজের ওজন তাকে তলিয়ে যাবার জন্য চাপ দেয়। আর ওদিকে জল তাকে ধাক্কা দিয়ে ওপরের দিকে ঠেলতে থাকে। এখন বস্তুর ওজন যদি তার চাপে সরে যাওয়া জলের চেয়ে বেশি হয় তবে তা ডুবে যাবে। আর যদি হাল্কা হয় তবে তা ভেসে থাকবে।

এক টুকরো কাঠ জলে ভেসে থাকে তার কারণ হল তার নিজের ওজন, যে পরিমাণ জল সরে গেছে, তার ওজনের থেকে কম। তাই তার কিছুটা থাকে জলের তলায় আর বাকিটা জলের ওপর। কাঠের মতনই বরফ ঘন নয় বলে, তার ওজন তার সরে যাওয়া জলের চেয়ে হালকা। তাই বরফ ভেসে থাকে।