About Us | Contact Us |

তাজমহল তৈরি করতে আজকের দিনে কত খরচ হবে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
তাজমহল তৈরি করতে আজকের দিনে কত খরচ হবে?

ইচ্ছেপাঠঃ   ২২ বছর ধরে ২০ হাজার শ্রমিক মিলে আগ্রায় তৈরি করেছিলেন তাজমহল। ভারতের সবথেকে উঁচু মিনার হিসেবে স্বীকৃত কুতুব মিনার। মাটি থেকে কুতুব মিনারের উচ্চতা ৭২.৫ মিটার। সম্রাট কুতুবউদ্দিন আইবকের নামে এই মিনার। কিন্তু তাজমহল কুতুব মিনারের থেকেও উঁচু। তাজমহলের শীর্ষ গম্বুজের উচ্চতা ৭৩ মিটার।

 তাজমহল তৈরি করতে সারা পৃথিবী থেকে ওস্তাদ কারিগরদের তলব করেছিলেন সম্রাট শাহজাহান। সারা পৃথিবী থেকে মূল্যবান পাথর এবং রত্ন নিয়ে এসেছিলেন মমতাজ বেগমের শোকে কাতর সম্রাট। একসময় তাজমহলের গায়ে হিরে, জহরত দিয়ে নকশা করা ছিল। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ দমন করার পরে ইংরেজ সিপাহিরা সে সমস্ত রত্ন লুট করে নিয়ে যায়। তার বেশিরভাগটাই এখন ইংল্যান্ডে রয়েছে। কালের সীমা পার হয়ে তাজমহলের সৌন্দর্য আজও অমলিন। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজমহল। পৃথিবীর সবথেকে বিখ্যাত এই সৌধ তৈরি করতে সেইসময়, অর্থাৎ ১৬৫৩ সালে সম্রাটের কোষাগার থেকে খরচ হয়েছিল ৩ কোটি ২০ লক্ষ টাকা। মূল্যবৃদ্ধি এবং অন্যান্য সমস্ত কিছু হিসেব করলে আজকের দিনে সেটা দাঁড়াবে কমবেশি ৭ হাজার কোটি টাকায়।