ইচ্ছেপাঠঃ নামে তো পৃথিবীর সেরা বটেই কাজেও আকাশছোঁয়া অর্থমূল্য নোবেল পুরস্কারের।পৃথিবীর বুকে বিজ্ঞান, সাহিত্য এবং শান্তিতে শ্রেষ্ঠত্বের জন্যে ১৯০১ সাল থেকে দেওয়া হয় এই পুরস্কার।পরে যোগ হয়েছে অর্থনীতিতে নোবেল পুরস্কার। প্রথম নোবেল পুরস্কারের অর্থমূল্যের পরিমাণ ছিল প্রতি বিভাগে ১৫০,৭৮২ সুইডিশ ক্রোনা। পরে সুইডিশ ক্রোনার মূল্যের অবমূল্যায়নের কারণে বার বার এই পুরস্কারের অর্থমূল্যে কিছু পরিবর্তন আনা হয়েছে।২০১২ সালে, নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনা করা হয়েছিল।২০১৭ সালে তা হয় ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা। ২০২০ সালে হয় ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা।
এবার ২০২৩ সালে পুরস্কারের প্রতি বিভাগে অর্থমূল্য বৃদ্ধি করা হয়েছে প্রায় ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা।নোবেল পুরস্কার প্রদানকারী নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। মার্কিন ডলারের হিসেবে পুরস্কারের অর্থমূল্য বাড়ছে ৮৯ হাজার মার্কিন ডলার। ফলে ২০২৩ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য দাঁড়াচ্ছে ৯ লক্ষ ৮৬ হাজার ডলার।ভারতীয় টাকার হিসেবে প্রায় ৮ কোটি ১৯ লক্ষ ২৭ হাজার।