ইচ্ছেপাঠঃ অলিম্পিকে এখনও পর্যন্ত ভারতের দুজন অ্যাথলিটই ব্যাক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। টোকিও ২০২০ অলিম্পিকে, করোনার কারণে যে অলিম্পিক আসলে অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে, জ্যাভলিনে সোনা জেতেন নীরজ চোপড়া। টোকিয়োয় ৮৭ দশমিক ৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ। নীরজের আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং-এ সোনা জেতেন অভিনব বিন্দ্রা। অর্থাৎ ব্যক্তিগত ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন অভিনব বিন্দ্রাই। তবে ট্র্যাক এন্ড ফিন্ড ইভেন্টে প্রথম সোনা নীরজ চেপড়ার। এর আগে হকিতে দলগতভাবে ভারত ৮টি সোনা জিতেছে।