About Us | Contact Us |

কীভাবে তৈরি হল কলকাতার ময়দান?

লিখেছেন : ইচ্ছেপাঠ
কীভাবে তৈরি হল কলকাতার ময়দান?

ইচ্ছেপাঠঃ শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, আজ যেখানে কলকাতার ময়দান, চৌরঙ্গী রোড, বড় বড় বাড়ি, একসময় সেই গোটা অঞ্চলটাই ছিল ঘন জঙ্গলে ঘেরা। বন্য শুয়োর, হরিণ, বাঘও ঘুরে বেরাত সে জঙ্গলে। বেশিদিন আগের কথা নয়, ১৭৫৬ সালে বাংলার নবাব সিরাজদ্দৌলার কলকাতা বিজয়ের সময় পর্যন্ত এরকমই ছিল ছবিটা। ১৭৫৬ সালে সিরাজদ্দৌলা ইংরেজদের তৈরি দুর্গ দখল করে নেন। এরপর ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভের সেনাবাহিনীর কাছে পরাজিত হন বাংলার নবাব। ইংরেজদের ভারত দখল পর্ব শুরু হয়। সিরাজের সেনাবাহিনীকে পরাস্ত করার পর রবার্ট ক্লাইভ ১৭৫৭ সালে গঙ্গার পাড়ে নতুন কেল্লা তৈরির সিদ্ধান্ত নেন। নির্মাণ শুরু হয় আজকের ফোর্ট উইলিয়ামের। ঠিক ছিল ৫০০০ সেনাবাহিনী থাকবে সেখানে। দুর্গ তৈরির জন্য প্রথমে বরাদ্দ করা হয়েছিল ১৯ লক্ষ ১১ হাজার ৫৬৯ টাকা। ফোর্ট উইলিয়ামের একদিকে গঙ্গা নদী, অন্য তিনদিক তখন ঘন জঙ্গলে ঘেরা। দুর্গের চারপাশে কাটা পরিখা। জঙ্গল থাকলে শত্রুরা লুকিয়ে আক্রমণ করতে পারে, এই কারণেই সামনের বিস্তৃত জঙ্গল কেটে ফাঁকা করা হয়। লম্বায় তিন কিলোমিটার আর চওড়ায় এক কিলোমিটার অঞ্চল ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় দুর্গের প্রতিরক্ষার কারণেই। এই ফাঁকা অঞ্চলটাই কলকাতার ময়দান। যাকে বলা হয় কলকাতার ফুসফুস। অর্থাৎ বলাই যায় ফোর্ট উইলিয়াম তৈরি হয়েছিল বলেই আজকের চেহারায় কলকাতার ময়দান দেখতে পাওয়া যায়।