About Us | Contact Us |

রাতের অন্ধকারে প্যাঁচারা দেখে কেমন করে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
রাতের অন্ধকারে প্যাঁচারা দেখে কেমন করে?

ইচ্ছেপাঠঃ প্যাঁচা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। প্যাঁচা কবে আমাদের এই পৃথিবীতে এসেছে তা নিশ্চিত করে বলা না গেলেও, গবেষকদের দাবি মানুষের আগমনের অনেক আগেই প্যাঁচা এই পৃথিবীতে এসেছে। ধারণা করা হয়, ডাইনোসরদের ৩৫০০ বছর আগে প্যাঁচার জন্ম হয়েছে। প্যাঁচার জীবাষ্ম গবেষণা করে গবেষকরা অনুমান করেন আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে প্যাঁচার জন্ম হয়েছে। প্যাঁচাদের চোখে চারটে বিশেষ ধরণের উপাদান আছে। তার ফলে ওরা রাতে পরিষ্কার দেখতে পায়। আমাদের চোখে লেন্স থেকে রেটিনার যা দূরত্ব প্যাঁচাদের চোখে তা অনেক বেশি। এর ফলে প্যাঁচাদের চোখের রেটিনার ওপর ছবি অনেক বড় আকারে প্রতিফলিত হয়। ওদের চোখ পেকটেন কৌশলের সাহায্যে খুব চটপট লেন্সের ফোকাস ঠিক করে ফেলে। পাশাপাশি প্যাঁচার চোখের রেটিনা এক বিশেষ ধরণের কোষ দিয়ে তৈরি। এদের বলা হয় রড এবং কোণ কোষ। মানুষের চোখে এই কোষের সংখ্যা হল প্রতি বর্গ মিলিমিটারে প্রায় দু হাজার, প্যাঁচার চোখে এই সংখ্যা প্রায় দশ হাজার। ফলে ওরা আমাদের চাইতে পাঁচ গুণ বেশি দেখতে পায়। বিজ্ঞানীরা দেখেছেন যে প্যাঁচাদের চোখে প্রোটিন জাতীয় এক রকম লাল রঙের উপাদান আছে। রাসায়নিক এই উপাদান এদের চোখকে আলোর প্রতি আরও বেশি সংবেদনশীল করে তোলে। এছাড়া প্যাঁচাদের চোখের মণি আমাদের থেকে অনেক বেশি বড় হওয়ায় খুব সামান্য আলোও বিকীর্ণ হয়ে এদের চোখের রেটিনার ওপর প্রতিফলিত হয়। এই চার  বিশেষ কারণের জন্য প্যাঁচারা রাতের অন্ধকারে এত পরিষ্কার দেখতে পায়।