About Us | Contact Us |

বিড়াল বড্ড বেশি ঘুমোয়,কেন জানা আছে?

লিখেছেন : ইচ্ছেপাঠ
বিড়াল বড্ড বেশি ঘুমোয়,কেন জানা আছে?

ইচ্ছেপাঠঃ বিড়ালের বিচিত্র আচরণের মুখোমুখি হয় নি এমন মানুষ মেলা ভার। তবে যাঁদের বাড়িতে পোষ্য হিসেবে বিড়ালের বাস তাঁরা জানেন যে ক্যাট বাবাজি একটু বেশী কুঁড়ে। প্রায় ঘুমিয়েই তার দিন কেটে যায়। অঙ্কের হিসেব বলছে একটা বিড়াল ১৫ থেকে ২০ ঘন্টা ঘুমোয়। কেন এমনটা হয়?

এই প্রশ্নের উত্তরে জীব বিজ্ঞানীরা জানাচ্ছে যে এর পেছনে রয়েছে জিনের প্রভাব। অনেক সময় রাতের বেলা শিকার করার প্রয়োজনে শরীরে শক্তি সঞ্চয় করে রাখার তাগিদে বিড়াল দিনের বেলা ঘুমিয়ে নেয়। তবে বাড়ির পোষ্য বিড়াল,যাদের খেটে খেতে হয় না তাদেরও দিনের বেলা দিব্যি পড়ে পড়ে ঘুমোতে দেখা গেছে। এর কারণ হল বিড়ালের জেনেটিক মেকআপ। তবে অনেক সময় বিড়াল না ঘুমিয়ে ঝিমিয়ে নেয়। এটাকে বলে ‘ক্যাট ন্যাপ’। তবে বিড়ালের ঘুমে কাদা হওয়ার জো নেই। একটু খুটখাট শব্দ পেলেই ঘুম ভেঙে একেবারে সজাগ হয়ে ওঠে বাঘের মাসি।