ইচ্ছেপাঠঃ বিড়ালকে নিয়ে মানুষের জল্পনার শেষ নেই। প্রথমত বিড়াল সবসময় নিজের তালেই থাকে।মানুষকে খুব একটা পাত্তা-টাত্তা দেয় বলে মনে হয় না। অনেকবার ডাকাডাকি করলে হেলায় হয়ত বা তাকায়,তাও কতক্ষণ তাকাবে তার কোনও নিশ্চয়তা নেই। কুকুরের মত তার মানুষের বন্ধু হওয়ার কোনও ইচ্ছেই নেই। জলের প্রতি মহা বিরক্ত বিড়ালরা নাকি আবহাওয়ার পরিবর্তন বুঝতে পারে,পূর্বাভাস দিতে পারে – একসময় এমনটাই ভাবত নাবিকরা। অনেকে বিশ্বাস করে বিড়াল যখন তার জিভ দিয়ে তার গায়ের লোম উল্টোদিকে চাটে – সেই অদ্ভুত আচরণ নাকি ঝড়ের ইঙ্গিত দেয়।
কেউ কেউ এমনও ভাবে যে বিড়ালরা তাদের লেজে রেখে দেওয়া জাদুর মাধ্যমে ঝড়ের সৃষ্টি করে। যাই হোক বোঝাই যাচ্ছে এসব হল গল্প কথা। এতে বিজ্ঞানের কোনও ছোঁয়া নেই।যদিও বিজ্ঞানীদের নানা পরীক্ষায় দেখা গেছে বিড়ালরা বৃষ্টির আগে 'অদ্ভুত' আচরণ করে। এটা মনে করা হয় যে বিড়ালের কানের ভেতরের কোনও অঙ্গ বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের ক্ষেত্রে খুব সংবেদনশীল - যা বৃষ্টিপাতের আগে সতর্কতার বার্তা দেয়।তবে এই নিয়ে নিশ্চিত কিছু বলার মত সিদ্ধান্তে এখনও বিজ্ঞানীরা পৌঁছোতে পারেন নি।