About Us | Contact Us |

কলা কী তেজস্ক্রিয়? বিপদ কতটা? কী বলছেন বিজ্ঞানীরা

লিখেছেন : ইচ্ছেপাঠ
কলা কী তেজস্ক্রিয়? বিপদ কতটা? কী বলছেন বিজ্ঞানীরা

ইচ্ছেপাঠঃ কলা খেতে কে না ভালবাসে? কিন্তু কেউ যদি বলে পরমাণু বোমার ভেতর যা থাকে কলার ভেতরও তা থাকে তাহলে কি কলা খাওয়ার আনন্দ বজায় থাকে? তবে কথাটা সত্যি। বিজ্ঞানীরা জানাচ্ছেন কলা পটাসিয়াম ৪০ সমৃদ্ধ হওয়ায় তা  তেজস্ক্রিয়। কিন্তু বিজ্ঞানীদের আশ্বাস যে কলা খেয়ে একজন মানুষের তেজস্ক্রিয় হওয়াটা প্রায় অসম্ভব। কারণ একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় ১৪০ গ্রাম পটাসিয়াম থাকে, যার মধ্যে প্রায় ১৬ মিলিগ্রাম পটাসিয়াম ৪০ - যা একটি কলার চেয়ে ২৮০ গুণ বেশি তেজস্ক্রিয়।

বিজ্ঞানীদের হিসেব বলছে একটি কলার মধ্যে সর্বাধিক এক মাইক্রোসিভার্ট (1 μSv) তেজস্ক্রিয়তা থাকে। কাজেই আপনি যদি একসঙ্গে ১০,০০০,০০০( ১ কোটি) টি কলা খেতে সক্ষম হন তবে আপনি অবশ্যই বিকিরণ বিষক্রিয়ায় মারা যাবেন।অথবা আপনি যদি সাত বছর ধরে প্রতিদিন ২৭৪টি করে কলা খান তবে আপনি দীর্ঘস্থায়ী তেজস্ক্রিয়তার শিকার হতে পারেন। কাজেই  কলা তেজস্ক্রিয় হলেও তা থেকে বিপদের আশঙ্কা প্রায় নেই বললেই চলে। তাই চিন্তা নয় কলা খান আনন্দে।