ইচ্ছেপাঠঃ ফারেনহাইট হল তাপমাত্রা পরিমাপের স্কেল। স্বাভাবিক বায়ুচাপে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ককে ধরা হয় ৩২ ডিগ্রি ফারেনহাইট এবং স্ফুটনাঙ্ককে ধরা হয় ২১২ ডিগ্রি ফারেনহাইট।এই দুই বিন্দুর মধ্যবর্তী অংশ কে ১৮০ ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। প্রতিটি ক্ষুদ্র ভাগকে বলা হয় ১ ডিগ্রি ফারেনহাইট।
জার্মান পদার্থবিদ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট এর নামানুসারে নামকরণ করা হয়। ২৪ মে ফারেনহাইট স্কেলের উদ্ভাবক ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের জন্মদিন। আমাদের শরীরে জ্বর মাপতে গেলে আমরা ১০০ বা ১০২ ডিগ্রি ফারেনহাইট এমনভাবেই বলি।
যদিও বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে তাপমাত্রা পরিমাপের জন্য সেলসিয়াস স্কেল ব্যবহৃতহয়। ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট ১৭০৯ সালে অ্যালকোহল থার্মোমিটার এবং ১৭১৪ সালে পারদ থার্মোমিটার উদ্ভাবন করেন। তাপমাত্রা মাপার এককের প্রভূত উন্নতি করে সমগ্র বিশ্বে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। সেলসিয়াস স্কেল ব্যবহারের আগে ইউরোপের সর্বত্র ফারেনহাইট স্কেল একচেটিয়া ভাবে ব্যবহার করা হতো। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি দেশে এখনও ফারেনহাইট স্কেল ব্যবহৃত হয়।