About Us | Contact Us |

ইন্টারনেট ছাড়া প্রায় অচল বিশ্ব,ব্যবহারকারীর সংখ্যা জানলে চমকে যাবেন

লিখেছেন : ইচ্ছেপাঠ
ইন্টারনেট ছাড়া প্রায় অচল বিশ্ব,ব্যবহারকারীর সংখ্যা জানলে চমকে যাবেন

ইচ্ছেপাঠঃ মাত্র তিন দশকেই গোটা বিশ্বকে নিজের জালে জড়িয়ে নিয়েছে ইন্টারনেট। আপনার মনে উদয় হওয়া যে কোনও প্রশ্নের উত্তরের ‘সার্চ’-এর জন্য আপনার ডিভাইসের সঙ্গে যে জিনিষটা সবচেয়ে আগে প্রয়োজন তা হল ইন্টারনেট।কোনও গবেষণা হোক বা কাছাকাছি একটি রেস্তোরাঁ খোঁজা সবেতেই পাশে রাখতে হবে ইন্টারনেটকে।তথ্য বলছে ২০২৩ সালে গোটা পৃথিবীতে জনসংখ্যা যেখানে ৮.১ বিলিয়ন সেখানে  ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫.১ বিলিয়ন।অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৬৪.৪% মানুষ এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহার করছেন।

অথচ ১৯৯৫ সালে, বিশ্বের মাত্র ১ শতাংশ মানুষের কাছে ইন্টারনেট সংযোগ ছিল।তবে ৩০ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা। ২০০৫ সালে প্রথম তা পৌঁছোয় ১ বিলিয়নে, ২০১০ সালে ২ বিলিয়ন এবং ২০১৫ সালে ৩ বিলিয়নে।  

গোটা বিশ্বে ইন্টারনেট ব্যবহারের ৬০ শতাংশই হয় মোবাইল। অনেকেই একাধিক মোবাইল ব্যবহার করেন। হিসেব বলছে সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৯২% ই একটি মোবাইল ফোনের মাধ্যমে অ্যাক্সেস করে। মোট সক্রিয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪.৩২ বিলিয়ন।