About Us | Contact Us |

মোবাইল আর কমপিউটারে এমবি, জিবি ব্যাপারটা আসলে কী?

লিখেছেন : ইচ্ছেপাঠ
মোবাইল আর কমপিউটারে এমবি, জিবি ব্যাপারটা আসলে কী?

ইচ্ছেপাঠঃ আমাদের এখন মোবাইল,কমপিউটার ছাড়া চলে না।আর এ নিয়ে কথা বলতে গেলেই চলে আসে হার্ডডিস্ক, মেমোরি কার্ড, স্টোরেজ ইত্যাদি ব্যাপারস্যাপার।চলে আসে এমবি,জিবির কথা।অনেকে বলে গিগাবাইট, টেরাবাইট,পেটাবাইটের কথা।কিন্তু এগুলো আসলে কী?      

আসলে কম্পিউটারে ডাটা স্টোরেজ এর পরিমাপ এর একক হিসেবে বাইট ব্যবহার করা হয়।একটি সিঙ্গেল ‘ক্যারেক্টার অব টেক্সট’ স্টোর করতে এক বাইট পরিমান জায়গা খরচ হয়।৮ বিট মিলে হয় এক বাইট। তথ্য বলছে যে ১৯৫৬ সালে বাইট শব্দটির প্রচলন সর্বপ্রথম করেন ডঃ ওয়ার্নার বুখোল্ড। তিনি তখন আইবিএম ৭০৩০ কম্পিউটারের নকশা তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। বিট ও বাইটের হিসেবটা এইরকম -  

আট বিট = ১ বাইট

১০২৪ বাইট= ১ কিলোবাইট বা কেবি

১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট বা এমবি

১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট বা জিবি

১০২৪ গিগাবাইট= ১ টেরাবাইট বা টিবি

তবে এখানেই শেষ নয়, এর পর আছে 

১০২৪ টেরাবাইট  = ১ পেটাবাইট বা পিবি

১০২৪ পেটাবাইট  = ১ এক্সাবাইট বা এক্সবি

১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট বা জেবি

১০২৪ জেটাবাইট = ১ ইয়ট্টাবাইট বা ওয়াইবি