About Us | Contact Us |

পৃথিবীজুড়ে ওয়েবসাইটের সংখ্যা কত? সবচেয়ে বেশি ভিউ কোন ওয়েবসাইটের?

লিখেছেন : ইচ্ছেপাঠ
পৃথিবীজুড়ে ওয়েবসাইটের সংখ্যা কত? সবচেয়ে বেশি ভিউ কোন ওয়েবসাইটের?

ইচ্ছেপাঠঃ ইন্টারনেট ছাড়া আজকের দুনিয়া অচল। কারণ পৃথিবীর তথ্য দুনিয়ায় অনেকটাই এখন ওয়েবসাইট নির্ভর। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন তাদের একটি রিপোর্টে জানাচ্ছে যে এই ২০২৩ সালে প্রতি তিন সেকেন্ডে একটি নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। এই বিপুল হারে তৈরি হওয়ার ফলে পৃথিবীতে ওয়েবসাইটের মোট সংখ্যা দাড়িয়েছে ১.১৩ বিলিয়ন। তবে তথ্য বলছে এত ওয়েবসাইট তৈরি হলেও ৮২ % ওয়েবসাইটই নিস্ক্রিয় হয়ে পড়ে থাকে।

তবে ওয়েবসাইটের দৌড়ে ফাস্ট বয় হল গুগল। ৮৫.১ বিলিয়ন ভিজিটর নিয়ে ইন্টারনেট দুনিয়ায় প্রথম স্থানে আছে এই সাইট। নেট দুনিয়ায় গুগল হল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। গুগলের পরই সবচেয়ে বেশী দেখা ওয়েবসাইট হল ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ৩৩ বিলিয়ন দর্শকের মন মজিয়ে দিয়েছে।আর এই তালিকার তৃতীয় স্থানে আছে ফেসবুক – যার ভিজিটর সংখ্যা হল ১৭.৮ বিলিয়ন।