About Us | Contact Us |

ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য উন্মোচনে আরও একধাপ!

লিখেছেন : ইচ্ছেপাঠ
ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য উন্মোচনে আরও একধাপ!

ইচ্ছেপাঠঃ লার্জ হ্যাড্রন কলাইডার-এ  একেবারে নতুন তিনটি কণার সন্ধান পেলেন ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বা সার্ন-এর বিজ্ঞানীরা। সুইৎজারল্যান্ডের জেনিভায় স্থাপিত এই অতিকায় যন্ত্রে এই প্রথম একেবারে নতুন তিনটি কণার অস্ত্বিস্ত একসঙ্গে মিলল। এর ফলে মহাবিশ্ব  সৃষ্টির রহস্য উন্মোচনে আরও একধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে বলেই আশা তাঁদের। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই তিনটি কণা আসলে কোয়ার্ক। একাধিক কোয়ার্ক জোট বেঁধে পার্টিকল তৈরি করে। আর কয়েকটি পার্টিকল মিলে তৈরি করে প্রোটন, নিউট্রনের মতো হ্যাড্রন কণা যা থেকে পরমাণুর অস্তিত্ব তৈরি হয়। দেখা যাচ্ছে, নতুন পাওয়া কোয়ার্কগুলির গঠন অনুযায়ী সেগুলির দু’টি হল টেট্রাকোয়ার্ক। যা এই প্রথম পাওয়া গেল। অন্যটি পেন্টাকোয়ার্ক। সেটিও একেবারে নতুন ধরনের। এলএইচসি হল প্রায় ২৭ কিমি লম্বা একটি টানেল আকৃতির যন্ত্র। সেটিকে তৈরি করা হয়েছে বিশ্ব সৃষ্টির রহস্য উন্মোচনের লক্ষ্যেই।