About Us | Contact Us |

সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ নামিয়ে পরীক্ষা চালাবে ইসরো

লিখেছেন : ইচ্ছেপাঠ
সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ নামিয়ে পরীক্ষা চালাবে ইসরো

ইচ্ছেপাঠঃ ২০২৩ সালে ইসরো তাদের ম্যান মেড স্পেস মিশন 'গগনযান'-এর সূচনা করবে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এবার নামতে চলেছে এক নতুন অভিযানে। শুধু মহাকাশে কর্মকাণ্ড নয় এবার তারা সমুদ্রের ৬০০০ মিটার নীচে মানুষ পাঠাবে। এই  মিশনকে বলা হচ্ছে ‘ডিপ ওশান মিশন’। সমুদ্রের এত গভীরে মানুষ পাঠানোর অভিযানের জন্য একটি বিশেষ গোলক নির্মাণ করছে ইসরো।

শোনা যাচ্ছে, এই প্রোজেক্টের নাম হচ্ছে ‘সমুদ্রযান’। এর আগে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি  বিভাগের তরফে একটি  গোলক নির্মাণ করা হয়েছিল এবং জলের গভীরে ৫০০ মিটার পর্যন্ত যাওয়ার সুবিধা ছিল। কিন্তু গবেষণার জন্য সমুদ্রের আরও নীচে নামা জরুরী জলের গভীরে ৬০০০ মিটার নীচে রেটিং পরিমাপের জন্য একটি টাইটেনিয়াম অ্যালয় যুক্ত পার্সোনাল স্পিয়ার বা গোলক বা ম্যানড সাবমার্সিবল তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের সাহায্যে এই কাজ চলছে। ২০২৪ সাল নাগাদ মহাসাগরের নীচে এই অভিযান হবে বলে মনে করা হচ্ছে। আনুমানিক ৪ হাজার ১০০ কোটি টাকা খরচ হতে পারে এই ‘ডিপ ওশান’ মিশনের জন্য।