ইচ্ছেপাঠঃ বাংলাদেশে পদ্মা নদীর উপর তৈরি হয়েছে পদ্মা সেতু যা বাংলাদেশের দীর্ঘতম সেতু। এই সেতু দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। পদ্মা সেতুকে জলের মধ্যে ধরে রেখেছে ৪০টি স্তম্ভ বা পিলার। প্রত্যেকটি স্তম্ভ তৈরি হয়েছে মজবুত পাইল ইস্পাত দিয়ে। জলের নীচে ১২২ মিটার পর্যন্ত গভীরে চলে গেছে এই স্তম্ভের ভিত। পৃথিবীর আর কোনও দেশে আর কোনও সেতুর পিলার এত গভীরে পোঁতা হয় নি। পদ্মা সেতুর ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা বা ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’ পৃথিবীর অন্য সব সেতুর চেয়ে অনেক বেশি। প্রায় ১০ হাজার টন। এজন্যে রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প হলেও কিছু ক্ষতি হবে না এই ব্রিজের। ২০১৪ সালে পদ্মার উপর শুরু হয় সেতু নির্মাণের কাজ। দোতলা এই পদ্মা সেতুর পিলার সংখ্যা মোট ৪২। স্প্যান সংখ্যা ৪১। নদীর উপর সেতুর মূল দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।দু প্রান্তের উড়ালপথ আরও ৩.৬৮ কিলোমিটার।ফলে সেতুর মোট দৈর্ঘ্য ৯.৮৩ কিলোমিটার।প্রস্থ ২২.৫ মিটার।